রঘুনাথপুর ২: খাঁটরা জলট্যাঙ্কের সামনে মোটর বাইক দুর্ঘটনায় গুরুতর আহত বাইক চালক
বুধবার বিকেলে পুরুলিয়ার রঘুনাথপুর থানার অন্তর্গত মৌতড়-রুকনি রাস্তায় খাঁটরা গ্রামের কাছে জলট্যাঙ্কের অদূরে পথ দুর্ঘটনায় গুরুতর আহত মোটর বাইক চালক।তার নাম পরাণ গরাঁই।তার বাড়ি রঘুনাথপুর ২ব্লকের বামড়রা গ্রামে।জানা যায়, বুধবার বিকেলে একটি মোটর বাইকে করে শশুর বাড়ি যাওয়ার পথে খাঁটরা জল ট্যাঙ্কের অদূরে রাস্তার বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে জঙ্গলে মোটর বাইক সহ ছিটকে পড়ে গুরুতর আহত হয় পরাণ গরাই।