বর্ধমান ১: মহালয়ার প্রভাতে পিতৃ পুরুষদের শান্তির জন্য তর্পণ আর সেই তর্পণ করতেই বর্ধমানবাসী ভিড় জমায় সদরঘাট দামোদর নদীতে
মহালয়ার প্রভাতে পিতৃপুরুষদের শান্তির জন্য তর্পণ আর সেই তর্পণ করতেই ২১শে সেপ্টেম্বর রবিবার সকাল ৭টা থেকেই বর্ধমানবাসী ভিড় জমায় সদরঘাট দামোদর নদীতে। পিতৃপক্ষের শেষ দিনই মহালয়া আর দেবিপক্ষে সূচনা ঘটে এই দিনেই। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষ জুড়ে চলে পিতৃপক্ষ এই ১৫ দিনের পূর্ব পুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার বিশেষ মাহাত্ম্য আছে। বিশ্বাস করা হয় এই সময়ে মৃত পূর্বপুরুষেরা পৃথিবীতে ফিরে আসেন তাদের তুষ্ট করলে আত্মার শান্তি পায় আর সন্তুষ্ট হয়ে পরিবারকে আশীর্বাদ করে