ইংরেজবাজার: বাড়ি ফিরলেন গুলিবিদ্ধ তৃণমূল কর্মী! ঘটনার পর থমথমে বানিয়া গ্রাম এলাকা
গতকাল বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী আতিমুল মোমিন। গতকাল তার অস্ত্র পচার করে গুলি বের করা হয়। আজ দুপুরে তিনি বাড়ি ফিরেন। তবে এই ঘটনার পর বানিয়া গ্রাম এলাকায় থমথমে রয়েছে এলাকায় পুলিশ এবং সিভিক মোতায়েন রয়েছে।