রঘুনাথপুর ১: আড়রা গ্রামে গামছার ফাঁসে যুবকের মৃত্যু,হাসপাতাল থেকে দেহ PMএ পাঠাল রঘুনাথপুর থানার পুলিশ
মানসিক অবসাদে গামছার ফাঁস লাগিয়ে মৃত্যু হল এক যুবকের ।মৃত ঐ বছর ২৫এর যুবকের নাম অক্ষয় নন্দী।তার বাড়ি রঘুনাথপুর ১নম্বর ব্লকের আড়রা গ্রামে। জানা যায়,শনিবার বিকেলে পরিবারের আত্মীয়দের অজান্তে সে গামছার ফাঁস লাগিয়ে নিলে ঘটনাটি পরিবারের আত্মীয়দের নজরে আসতেই ফাঁস কেটে তাকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে ঐ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।রবিবার রঘুনাথপুর থানার পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে দেহটি উদ্ধার করে PMএ পাঠায়।