হাঁসখালি: SIR নিয়ে আতঙ্কিত হবেন না কর্মীদের উদ্দেশ্যে বললেন প্রাক্তন বিধায়ক।
বিচলিত হবেন না, গুজবে কান দেবেন না । আপনার ভোটাধিকার রাবনরুপী বিজেপির দ্বারা হরণ হতে দেব না । SIR নিয়ে সচেতনতার বার্তা দিলেন রানাঘাট উত্তর-পূর্ব বিধানসভা কেন্দ্রে প্রাক্তন বিধায়ক সমীর কুমার পোদ্দার । তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে আছে । তিনি নির্দেশ দিয়েছেন ভোট রক্ষা শিবির জন্য । তিনি ঠিক আজ দুপুর দুটো ৩০ মিনিট নাগাদ কি বললেন শোনাবো আপনাদের ।