উলুবেড়িয়া ১: সোনার দোকানের মালিকের কাছ থেকে নগদ টাকা ও সোনার অলংকার ভর্তি ব্যাগ ছিনতাই করল দুই দুষ্কৃতি উলুবেরিয়া ১১ নম্বর ফটক এলাকা
সোনার দোকান বন্ধ করার সময় দোকানের মালিকের কাছ থেকে নগদ টাকা ও সোনার অলঙ্কার ভর্তি ব্যাগ ছিনতাই করে পালালো দুই দুষ্কৃতী। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে ১১ ফটক এলাকায়। ঘটনাস্থলে উলুবেড়িয়া থানার পুলিশ। সোনার দোকানের মালিক সন্তু বেরার অভিযোগ এদিন রাত সাড়ে নটা ১৫ নাগাদ দোকানে তালা দেওয়ার সময় এক দুস্কৃতী এসে আমার হাত থেকে বাগ ছিনিয়ে নেয়। পরে একটি বাইকে চেপে তারা পালিয়ে যায়। দোকানের মালিকের দাবি ছিনতাই হওয়া জিনিসের মূল আনুমানিক ২৫ লক্ষ টাকা।