বালি-জগাছা: বিশ্বকর্মা পুজোয় মুখে হাসি নেই হাওড়া শিল্পাঞ্চলের শ্রমিক এবং কারখানার মালিকদের
এবারের বিশ্বকর্মা পূজোয় মুখে হাসি নেই হাওড়া শিল্পাঞ্চলের শ্রমিকদের। প্রতিমা শিল্পীরাও জানিয়েছেন এবারে বড় প্রতিমার অর্ডার কম। বেশিরভাগ কারখানাতে নমঃ নমঃ করে পুজো করবেন কারখানার মালিকরা। একটা সময় হাওড়া শিল্পাঞ্চলকে বলা হতো শেফিল্ড অফ ইস্ট। বিশ্বকর্মা পুজোয় কারখানাগুলিতে আনন্দ আর হই হুল্লোড়ে মেতে উঠতেন শ্রমিকরা। পুজোর পাশাপাশি সারাদিন চলত খাওয়া দাওয়া এবং নাচ গান। কিন্তু সেদিন আর নেই।