বড়ঞা: রিচার্জ খরচ সহ একাধিক দাবি! বড়ঞায় পথে নামলেন অঙ্গনওয়াড়ী কর্মীরা
একাধিক দাবিতে বিক্ষোভে ফেটে পড়লেন বড়ঞা ব্লকের অঙ্গনওয়াড়ী কর্মীরা! বুধবার দুপুরে ব্লকের মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের CDPO অফিসে স্মারকলিপি জমা দেন তাঁরা।বুধবার দুপুরে জানা গিয়েছে, বড়ঞা ব্লকের বিভিন্ন কেন্দ্রের অঙ্গনওয়াড়ী কর্মীরা এদিন একত্রিত হয়ে রীতিমতো প্রতিবাদের সুর তোলেন। তাঁদের দাবি, স্মার্টফোন ব্যবহারের জন্য নিয়মিত রিচার্জের খরচ প্রদান সহ একাধিক দাবিতে সরব হয়েছিল অঙ্গনওয়াড়ী কর্মীরা।