ভাতার: গাড়ি ছাড়াই চাকা ছুটলো হাফ কিলোমিটার, চাকা খুঁজতে কাদায় নামতে হলো গাড়ি চালককে
গাড়ি ছাড়াই চাকা ছুটলো হাফ কিলোমিটার, চাকা খুঁজতে কাদায় নামতে হলো গাড়ি চালককে। বৃহস্পতিবার চারটের সময় বামশোর গ্রামের এই ঘটনায় এলাকার মানুষ হতবাক। বর্ধমান শহর থেকে নতুনহাট অভিমুখে একটি ট্রাক্টর যাচ্ছিল। আলিনগর পার করে বামশোর গ্রাম ঢোকার মুখে হঠাৎ ট্রাক্টরের ট্রলির বাঁদিকের চাকা খুলে গিয়ে চাকা ছুটতে থাকে। ট্রাক্টর টি থেমে যায়। প্রায় হাফ কিলোমিটার ট্রাক্টর ছাড়াই চাকা ছুটে চলে যায়।