রতুয়া ১: ছট উৎসবকে কেন্দ্র করে কাটাহা দিয়ারা এলাকার নদী ঘাট গুলি পরিদর্শন করলেন বিধায়ক
Ratua 1, Maldah | Oct 21, 2025 আসন্ন ছট উৎসবকে কেন্দ্র করে নদী ঘাট গুলির কি পরিস্থিতি রয়েছে সমস্তটা খতিয়ে দেখতে কাঁটাহা দিয়ারা এলাকার নদী ঘাট গুলিতে পৌঁছে গেলেন রতুয়ার বিধায়ক সমর মুখার্জি। বিস্তীর্ণ এলাকার জুড়ে নদী ভাঙ্গন হয়েছে এবং বিপদজনক পরিস্থিতির মধ্যে রয়েছে ঘাট গুলি। ফলে হট উৎসবে কোনরকম সমস্যা না হয় ঘাটে নামা উঠার যাবতীয় সঠিক ব্যবস্থাপনা করা যায়। সমস্ত খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপের বার্তা রাখেন বিধায়ক