কোচবিহার ২: উৎসবের দিনগুলোতে পথ দুর্ঘটনা এড়াতে রবিবার রাতে চকচকায় ড্রাঙ্কেন ড্রাইভ অভিযান পুলিশ
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, আর এই উৎসবের দিনগুলোতে যেকোনো ধরনের পথ দুর্ঘটনা এড়াতে তৎপর রয়েছে কোচবিহার জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। সেই মোতাবেক রবিবার রাতে কোচবিহার 2 নং ব্লকের অন্তর্গত চকচকা এলাকায় ট্রাঙ্কেন ড্রাইভ অভিযান চালানো হলো সদর ট্রাফিকের পক্ষ থেকে। উপস্থিত সদর ট্রাফিক ওসি সুরেশ দাস সহ অন্যান্য ট্রাফিক আধিকারিকরা।