আগামী ২৬ শে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির পরিবর্তন সংকল্প সভা করছে। এই কর্মসূচির অংক হিসেবেই মঙ্গলবার বনগাঁ সংগঠনিক জেলা বিজেপির অন্তর্গত কল্যাণী বিধানসভার কল্যাণীতে পরিবর্তন সংকল্প জনসভা করা হলো কল্যাণী ব্লক বিজেপির পক্ষ থেকে। কল্যাণী মনোরমা স্কুলের মাঠে এদিন এই জনসভায় উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।