হাঁসখালি: প্রাথমিক চিকিৎসা না করায় রোগীর মৃত্যুর অভিযোগে বিক্ষোভ বগুলা গ্রামীণ হাসপাতালে
প্রাথমিক চিকিৎসা না করায় রোগীর মৃত্যুর অভিযোগে বিক্ষোভ বগুলা গ্রামীণ হাসপাতালে, গতকাল বগুলা গার্লস স্কুলের সামনে দিয়ে ব্যাংকে যাচ্ছিলেন বগুলার বাসিন্দা ৬৫ বছরের নীলরতন টিকাদার, সেই সময় পিছন থেকে এসে একটি ট্রাক নীলরতন বাবুকে ধাক্কা মারে নীলরতন বাবুকে রক্তাক্ত অবস্থায় স্হানীয়রা তড়িঘড়ি বগুলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গতকাল এই রক্তাক্ত দুর্ঘটনাগ্রস্থ রোগীকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  কোনরকম প্রাথমিক চিকিৎসা না করে রেফার