মঙ্গলকোট: মঙ্গলকোটের বেবুচা গ্রামের বাসিন্দা বিল্লাল শেখকে পূর্ব আক্রোশবসত মারধরের অভিযোগ উঠলো তারই ক’জন প্রতিবেশীর বিরুদ্ধে
মঙ্গলকোটের বেবুচা গ্রামের বাসিন্দা বিল্লাল শেখকে পূর্ব আক্রোশবসত মারধরের অভিযোগ উঠলো তারই ক’জন প্রতিবেশীর বিরুদ্ধে। সোমবার ঠেঙ্গাপাড়া মোড়ে এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে এলাকায় যায় পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ঠেঙ্গাপাড়া মোড়ে একটি চায়ের দোকানে বসে ছিলেন বিল্লাল শেখ। তখন আক্রোশবসত বিল্লাল শেখকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলেই অভিযোগ।