সোনামুখী: রাঙামাটির ফেরিঘাটে বছর 70 ছায়ারানি গোস্বামী মৃতদেহ দামোদর জলে ভাসতে দেখে চাঞ্চল্য ছড়ালো এলাকায়
সোনামুখীর রাঙ্গামাটিতে দামোদরের জলে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ জানিয়েছে মৃতার নাম ছায়ারানী গোস্বামী(৭১)। তার বাড়ি বড়জোড়ার পখনা গ্রামে। শুক্রবার থেকেতিনি নিখোঁজ ছিলেন। বিকালে স্থানীয়রা দামোদরের জলে একটি মৃতদেহ ভাসতে দেখে দেখেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে,ছায়ারানী দেবী বেশ কিছুদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন।