ধর্মনগর: পূর্ব হুরুয়া নিবাসী প্রয়াত উদয় চন্দ্র দেবের বাড়ী আয়োজিত শোক সভায় উপস্থিত বাগবাসার বিধায়ক সহ অন্যান্যরা
পূর্ব হুরুয়া নিবাসী উদয় চন্দ্র দেব কিছুদিন আগে প্রয়াত হয়েছেন আজ অর্থাত শনিবার ওনার বাসভবনে এক শোক সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ধর্মনগরের বাগবাসার বিধায়ক যাদব লাল দেবনাথ, বিজেপির উত্তর জেলার জেলা সভাপতি কাজল দাস সহ অন্যান্যরা।