পাণ্ডবেশ্বর: পাণ্ডবেশ্বরে জোয়ালভাঙ্গা গ্রামে তীব্র জল সংকট, তৈরি করা জলাধার বিকট শব্দ ভেঙে পড়লো #jansamasya
পাণ্ডবেশ্বরের জোয়াল ভাঙা গ্রামের সামনেই রয়েছে ইসিএল এর একটি খোলা মুখ খনি। একটি বেসরকারি সংস্থা খনির কয়লা উত্তোলনের দায়িত্ব পায়। গ্রামের বাউরি পাড়া ও আদিবাসী পাড়ার খুব সামনেই খোলা মুখ খনি থাকার কারণে এলাকায় জল সংকট তীব্রভাবে দেখা যায়। সে কারণেই এলাকার মানুষের চাহিদা মত মানুষজনের স্নান করার জন্য একটা জলাধার তৈরি করা হয় ইসিএল এর উদ্যোগে। দিন দশেক আগেই কোন এক ঠিকাদারের তত্ত্বাবধানে এই জলাধারটি তৈরি হয়েছে বলে গ্রামবাসীরা জানান।