চুঁচুড়া-মগরা: চুঁচুড়ায় বিসর্জনের গঙ্গার ঘাট গুলি পরিদর্শন করলেন পৌর প্রধান
বিসর্জনের গঙ্গার ঘাট গুলি পরিদর্শন করলেন পৌর প্রধান। আগামীকাল দশমী। হুগলী-চুঁচুড়া পৌরসভার বিভিন্ন গঙ্গার ঘাটে হবে প্রতিমা নিরঞ্জন। অন্নপূর্ণা গঙ্গার ঘাটে শহরের অধিকাংশ বারোয়ারি কমিটিগুলো তারা প্রতিমা নিরঞ্জন করবেন। বিসর্জনের ব্যবস্থা সমস্ত কিছু ঠিক আছে কিনা তা খতিয়ে দেখতে অন্নপূর্ণা গঙ্গার ঘাটে উপস্থিত হয়েছিলেন হুগলী চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায়।