রায়গঞ্জ: কর্ণজোড়ায় শিশু অধিকার সপ্তাহে জেলা কিছু সুরক্ষার উদ্যোগে বাংলাদেশে ফিরছে সীমান্ত পেরিয়ে আসা নাবালক,উপস্থিত ADM,SDO
আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে রায়গঞ্জে জানানো হয়, এক বছর আগে সীমান্ত পেরিয়ে ভারতে আসা ও পরে BSF র হাতে ধরা পড়ে হোমে থাকা এক শিশুকে আগামীকাল পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরানো হবে। জেলা শিশু সুরক্ষা ইউনিটের এই উদ্যোগে এই কাজটি সম্ভব হচ্ছে বলে জানান রায়গঞ্জ মহকুমা শাসক তন্ময় ব্যানার্জি। বিশেষ এই সপ্তাহে শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারা প্রশাসনের বড় সাফল্য। অতিরিক্ত জেলাশাসক ভি. তেজা দীপকও শিশুটি কে শুভেচ্ছা জানান