ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক যুবকের। বুধবার, কোটশিলা–বোকারো রেল শাখার জয়পুর থানার পুনাগ–রাধাগাঁও রেলপথের মাঝে ঘটনাটি ঘটে। রেল পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদ থেকেই আত্মহত্যা। মৃতের নাম তীর্থ মণ্ডল (২৫ ), বাড়ি সিধি মণ্ডলডি গ্রামে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।