বহরমপুর: মহাঅষ্টমী সন্ধ্যায় বহরমপুরের বিভিন্ন পূজা মন্ডপে উপচে পড়ল দর্শনার্থীদের ভিড়
মুর্শিদাবাদ জেলার সদর শহর হল বহরমপুর। এই বহরমপুর শহরের প্রায় ৫০০ পুজো হয় প্রত্যেক বছর প্রায় পঞ্চাশটিরও বেশি থিমের পুজো হয় এই শহরে এবছরও তার কোন ব্যতিক্রম হয়নি। মহা অষ্টমীর সন্ধ্যায় জেলার বিভিন্ন প্রান্তের মানুষ ভিড় জমালেন বহরমপুরে। রয়েছে কড়া পুলিশ নিরাপত্তা, এবং সেই সঙ্গে পুজো কমিটির কর্মকর্তা ও ভলেন্টিয়ারদের সহযোগিতায় সাধারণ মানুষের দুর্গা প্রতিমা দর্শনে নিয়োজিত রয়েছেন।