বরাবাজার: বনদপ্তর এর জমি অবৈধ দখল করে বসেছিল ক্রেসার মেশিন আগাঝোর গ্রামের নিকট, বনদপ্তরের উদ্যোগে চিহ্নিত করা হলো জমি
বনদপ্তরের জমিতে ক্রেসার মেশিন। আগাঝোর গ্রামের নিকট।এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে রবিবার দুপুরে বনদপ্তরের জমি চিহ্নিত করে প্রেসার মেশিনের দখল করা জায়গা জেসিবি মেসিন দিয়ে খুঁড়ে দেওয়া হয় বনদপ্তরের উদ্যোগে।, এদিন বনদপ্তরের বরাবাজার রেঞ্জের আধিকারিক, কর্মীরা এবং বন রক্ষা কমিটির লোকেরা উপস্থিত হয়ে দখল করা হয় বনদপ্তরের জমি