মোটরবাইক দুর্ঘটনায় গুরুতর জখম হলেন দুই বাইক আরোহী। আহতদের নাম চন্দন তাঁতি ও মুন্না গাজী। শুক্রবার রাত্রি সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত আমরা বেরিয়া এলাকায়।
ক্যানিং ১: ক্যানিং আমরাবেড়িয়া এলাকায় মোটরবাইক দুর্ঘটনায় গুরুতর জখম ২ আরোহী - Canning 1 News