বালি-জগাছা: হাওড়া থানার পুলিশ মোটরসাইকেল চুরির ঘটনায় দুই অভিযুক্ত কে তপসিয়া এলাকা থেকে গ্রেফতার করে আদালতে পেশ করলো
গত ১১ ই অক্টোবর হাওড়া থানা এলাকা থেকে মোটরসাইকেল চুরির অভিযোগ দায়ের হয় হাওড়া থানাতে। সেই অভিযোগের ভিত্তিতে হাওড়া থানার পুলিশ বিভিন্ন এলাকার স্মৃতির ফুটেজ পরীক্ষা করে কলকাতার তপসিয়া এলাকা থেকে গোপন সূত্রে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে এবং তাদেরকে মঙ্গলবার হাওড়া আদালতে পেশ করা হয়, মহামান্য আদালত মোটরসাইকেল চুরির অভিযোগে দুজনকে আনুমানিক বিকেল পাঁচটা নাগাদ পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।