চোপড়া: প্রতিবারের মতো এবছরও সারা জেলার পাশাপাশি চোপড়াতেও অনুষ্ঠিত হলো এবিটিএ পরিচালিত মাধ্যমিক মক টেস্ট
প্রতিবারের মতো এবছরও সারা জেলার পাশাপাশি চোপড়াতেও অনুষ্ঠিত হলো এবিটিএ পরিচালিত মাধ্যমিক মক টেস্ট। চোপড়া ব্লকের দুটি কেন্দ্রে এই মক টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুটি কেন্দ্রের মধ্যে একটি দাসপাড়া হাই স্কুল ও চোপড়া জুনিয়র বেসিক স্কুলে এই পরীক্ষার আয়োজন করা হয়,এতে দাসপাড়া হাই স্কুল থেকে ৫৬ জন ও চোপড়া জুনিয়র বেসিক স্কুলে ৭৭ জন মিলে মোট ১৩৩ জন এই পরীক্ষায় অংশগ্রহণ করে। এ বিষয়ে এবিটিএ চোপড়ার জোন সম্পাদক কুশল ভট্টাচার্য বলেন বিগত দু'বছর ধরে চোপড়া বাল