দক্ষিণ ২৪ পরগনা কুলপি ব্লকের কুলপি থানার অন্তর্গত রামকৃষ্ণপুর অঞ্চলের আলীপাড়া থেকে হাচকি পর্যন্ত প্রায় ১২০০ মিটারের ঢালাই ফেলার রাস্তার কাজের শুভ সূচনা করলেন বিধায়ক যোগ রঞ্জন হালদার বুধবার দিন আনুষ্ঠানিকভাবে সেই কাজের শুভ সূচনা হয় এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল সেই দাবি অনুযায়ী রাস্তা হওয়ার কারণে এলাকার মানুষ খুশি