ধর্মনগর: কংগ্রেস দলের উদ্যোগে ধর্মনগর থানায় এক ডেপুটেশন প্রদান করা হয় ওসির নিকট
ধর্মনগরের শান্তি-শঙ্খলা বজায় রাখার জন্য ধর্মনগর থানার ওসি মিনা দেববর্মার নিকট কংগ্রেস দলের পক্ষ থেকে এক ডেপুটেশন প্রদান করা হয় আজ। উপস্থিত জেলা কংগ্রেস সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী, সাধারণ সম্পাদক আব্দুল বাছিদ চৌধুরী সহ অনান্যরা।