বোলপুর-শ্রীনিকেতন: সুরশ্রীপল্লীতে বিশ্বভারতীর প্রাচীর ও গেট বসানো কে কেন্দ্র করে উত্তেজনা, মন্ত্রীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
বোলপুরের ৯ নম্বর ওয়ার্ডের সুরশ্রীপল্লীতে বিশ্বভারতীর প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে আজ ২ রা নভেম্বর রবিবার আনুমানিক সকাল ১১ টা নাগাদ  উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রাচীর ও গেট বসানো হলে তাঁদের দৈনন্দিন যাতায়াতে মারাত্মক অসুবিধা তৈরি হবে। এলাকার মানুষ জানান, দীর্ঘদিন ধরে ওই পথ দিয়েই তারা বিশ্বভারতীর ভিতর দিয়ে যাতায়াত করে আসছেন। নতুন করে গেট বসানো হলে সেই পথ বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা তৈরি হয়।এই ঘটনার জেরে কিছুক্ষণের জন্য এলাকায় উত্