সাঁকরাইল: ভোটার তালিকা সংশোধনের অংশ হিসেবে ঝাড়গ্রাম জেলার একাধিক জায়গায় SIR-র জন্য শুরু হলো ইম্যুনেশন ফর্ম বিলির কাজ
এসআইআর এর জন্য শুরু হয়েছে ইম্যুনেশন ফর্ম বিলির কাজ। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ঝাড়গ্রাম জেলার একাধিক ব্লকে শুরু হল ফর্ম বিলি। বুথের বিএলও বাড়ি বাড়ি ভোটারদের হাতে ফর্ম তুলে দেন। প্রতি জনকে দুটি করে ফর্ম দেওয়া হচ্ছে। ফার্মগুলো নির্দিষ্ট দিনে পুরণ করে বিএলওর হাতে তুলে দেবেন বলে জানা গিয়েছে। ভুঁয়ো ভোটার কার্ড বাছাইয়ের পাশাপাশি ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার অংশ হিসেবে এই ফর্ম বিলির কাজ শুরু হয়েছে।