বুধবার শীতলকুচি গোপীনাথ উচ্চ বিদ্যালয়ের একটি হল ঘরে কোচবিহার জেলা সর্বশিক্ষা মিশনের উদ্যোগে বিশেষ সক্ষম পড়ুয়াদের নিয়ে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে শীতলকুচি ব্লকের প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিভিন্ন বিদ্যালয়ের বিশেষ সক্ষম ছাত্রছাত্রীরা অংশ নেয়। যাঁদের প্রতিবন্ধী শংসাপত্র রয়েছে, তাঁদের ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া হয় বলে জানান আয়োজকরা।