কুমারগ্রাম: ভল্কা হাইস্কুলে টোটো চালকদের নিয়ে INTTUC-র সভা অনুষ্ঠিত হল
বুধবার কুমারগ্রাম ব্লকের ভল্কা-বারবিশা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভল্কা হাইস্কুলে টোটো চালকদের নিয়ে আইএনটিটিইউসি'র সভা অনুষ্ঠিত হল। ওই সভায় উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি'র কুমারগ্রাম ব্লক সভাপতি তরুণকুমার দাস, তৃণমূলের ভল্কা-বারবিশা ২ নম্বর অঞ্চল সভাপতি ভিক্টর রায় সহ অন্যরা। জানা গিয়েছে, সভায় ভল্কা-বারবিশা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এবং রামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের টোটো চালকরা ছিলেন। সভায় টোটোর রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।