হলদিবাড়ি: গভীর রাতে চামরা গুদাম এলাকায় বাইক নিয়ে পথ দুর্ঘটনার কবলে তিন বন্ধু, ঘটনাস্থলে মৃত্যু দুজনের, গুরতর আহত একজন
গভীর রাতে বাইক নিয়ে পথ দুর্ঘটনার কবলে তিন বন্ধু। ঘটনাস্থলে মৃত্যু দুজনের, গুরতর আহত একজন। ঘটনাটি ঘটে সোমবার আনুমানিক রাত ২টার দিকে ঘটনাটি ঘটে হলদিবাড়ি-জলপাইগুড়ি রাজ্য সরকের মধ্য কাশিয়াবাড়ি চামরা গুদাম এলাকায়। মৃত এক কিশোরের নাম বিকাশ রায় (১৭), তার বাড়ি জলপাইগুড়ি সদর ব্লকের বেরুবাড়ি পুরাটুপাড়া এলাকায়। অপরজনের নাম তন্ময় রায় (২১)। তার বাড়ি গড়ালবাড়ির বড়ুয়া পাড়া এলাকায়। আশংকাজনক অবস্থায় আহত যুবকের বাড়ি লাল বাজার পাড়া এলাকায়।