বাংলায় SIR আতঙ্কের বলি আরও এক। এমনই দাবি মৃতের পরিবারের। জানা গিয়েছে, মৃতের নাম ভাস্কর মুখোপাধ্যায়(৫৪)। তার বাড়ি আউশগ্রামের কল্যাণপুরে। শনিবার সকালে বাড়ির অদূরে একটি গাছে তাঁর দেহ ঝুলন্ত অবস্থায় দেখা যায়। ঘটনার খবর পেয়ে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এদিন আনুমানিক দুপুর আড়াইটা নাগাদ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে গুসকরা ফাঁড়ির পুলিশ। পরিবারের দাবি, ভাস্কর মুখোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার সঙ্গে SIR-যোগ রয়েছে।