হরিহরপাড়া: বারুইপাড়ায় জমজমাট ফাইনাল! চ্যাম্পিয়ন নওদার বালি ইনসান আলি একাদশ, উপস্থিত MP
বারুইপাড়ায় জমজমাট ফাইনাল! চ্যাম্পিয়ন নওদার বালি ইনসান আলি একাদশ  মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়ার বারুইপাড়ায় অনুষ্ঠিত হল আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। শনিবার বিকেলে বারুইপাড়া নবজীবন ক্লাবের আয়োজনে হরিহরপাড়া বারুইপাড়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় এই বহুল প্রতীক্ষিত খেলা।  চূড়ান্ত পর্বে মুখোমুখি হয় নওদার বালি ইনসান আলি একাদশ এবং হাসানুর নাইন স্টার ক্লাব কুমড়োদহ ঘাট একাদশ। টানটান উত্তেজনার মধ্যে অনুষ্ঠিত এই খেলায় শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হ