পাড়া: আনাড়া রেলওয়ে স্টেশনে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে আসল মালিকের হাতে তুলে দিল আনাড়া আরপিএফ
Para, Purulia | Nov 25, 2025 আনাড়া রেলওয়ে স্টেশনে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে আসল মালিকের হাতে তুলে দিল আনাড়া আরপিএফ। মঙ্গলবার সকালে আনাড়া থেকে পুরুলিয়া যাওয়ার জন্য স্টেশনে এসেছিলেন মহম্মদ আজাদ বাড়ি পাড়া থানা এলাকার। ট্রেনের অপেক্ষা করার সময় প্ল্যাটফর্মের একটি দোকানে বেঞ্চে বসে চা খেয়ে, মোবাইল টি বেঞ্চে রেখে তিনি ট্রেনে চেপে চলে যান। তারপরে আরপিএফরা সেই মোবাইল উদ্ধার করে