রঘুনাথপুর ২: পুরুলিয়ার সেরা মৌতড়ের মা বড়কালী মন্দিরপ্রাঙ্গন পরিদর্শন করলেন রঘুনাথপুরের SDO,SDPO,ICসহ অন্যান্যরা
রাজ্যের অন্যতম তথা পুরুলিয়ার সেরা মৌতড়ের জাগ্রত মা বড় কালীর পুজোর প্রস্তুতি চলছে জোরকদমে। মৌতড়ের মা বড় কালীর পুজোর দিকে নজর জেলার এমনকি পড়শী রাজ্য ঝাড়খণ্ডের বহু ভক্তের। ইতিমধ্যে সারা মৌতড় ঘিরে সাজো সাজো উল্লাস।এই পুজো রাজ্যের অন্যতম তথা জেলার সব থেকে বড় প্রাচীন ও বড় পুজো। আসন্ন কালীপূজো উপলক্ষে দর্শনার্থীদের নিরাপত্তা খতিয়ে দেখতে মঙ্গলবার দুপুরে মৌতড়ের কালীমন্দির চত্বর পরিদর্শন করলেন রঘুনাথপুরের SDO,SDPO,IC সহ অন্যান্যরা।