বাসন্তী: পালবাড়ি বিজেপির কার্যালয়ে সাংগঠনিক বৈঠক আয়োজিত হল।
বাসন্তী দক্ষিণ ২৪ পরগনা সামনে বিধান সভা ভোট ইতমধ্যে সেই কথা মাথায় রেখে বাসন্তী ব্লকে পালবাড়ি বিজেপি কার্যালয়ে বুধবার দশটার সময় সাংগঠনিক বৈঠক আয়োজিত হল উপস্থিত ছিলেন রাজ্য SC মোর্চার সভাপতি সুদীপ দাস,বিকাশ সরদার, সঞ্জয় নায়েক,সুনীল সরদার,অসীম কুমার বর্মন, মিঠুন গায়েন সহ একাধিক নেতৃত্ব।