কালনা ১: কালনা 108 শিব মন্দির, রাজবাড়ী সহ বিভিন্ন মন্দিরে বিদেশি পর্যটকদের ভিড়
ঝাকে ঝাকে বিদেশি পর্যটক কালনায়। আলতো শীতের আমেজ পড়তে না পড়তে, দেশি-বিদেশি পর্যটকের ভিড় কালনায়। 108 টা শিব মন্দির, লালজিবাড়ি মন্দির, কৃষ্ণচন্দ্রমন্দির,প্রতাপেশ্বর মন্দির ,রাসমঞ্চ দেখে অভিভূত বিদেশী পর্যটকেরা। এবছর ঠান্ডা পড়তে না পড়তেই , অন্যবারের থেকে বেশি ভিড় পর্যটকদের জানালেন এলাকাবাসীরা। ভাগীরথীর বুকে জাহাজে করে আসেন বিদেশি পর্যটকেরা, বুলগেরিয়া ,লন্ডন ,ইউএসএ, সুইজারল্যান্ড বিভিন্ন জায়গা থেকে আসে, কালনার অন্যতম মন্দিরগুলি তারা দেখেন।