আড়শা: বেলডি ব্রিজ পরিদর্শন করলেন জেলা শাসক
Arsha, Purulia | Nov 19, 2025 পুরুলিয়ার জেলাশাসক কোন্থাম সুধীর বুধবার ভেঙ্গে যাওয়া আড়শা ব্লকের বেলডি সেতু পরিদর্শন করলেন । সঙ্গে ছিলেন পুরুলিয়া এক নম্বর ব্লকের বিডিও এবং আড়শা ব্লকের বিডিও ও পুরুলিয়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো, ইঞ্জিনিয়ার সহ অন্যান্য আধিকারিকগণ। আগামীতে কিভাবে এই ব্রিজটি তৈরি করা যায় সেই বিষয়ে আলোচনা করেন জেলা শাসক।