নিতুড়িয়া: নিতুড়িয়ার কচবেল কেলিয়াবালি ফুটবল মাঠে অনুষ্ঠিত হল আদিবাসীদের এক দিবসীয় ধর্মীয় অনুষ্ঠান
বুধবার সারাদিন ধরেই নিতুড়িয়ার কচবেল কেলিয়াবালি ফুটবল ময়দানে অনুষ্ঠিত হল আদিবাসীদের এক দিবসীয় ধর্মীয় অনুষ্ঠান। পাঞ্চেৎ বুরু “ মারাং বুরু থান” সারিধরম বঙ্গাবুরু কমিটি-র উদ্যোগে এক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে হাজার হাজার আদিবাসী সম্প্রদায়ের মানুষ জমায়েত হয়েছিল। পশ্চিমবঙ্গ ছাড়াও উড়িষ্যা ও আসাম থেকে সাঁওতাল সম্প্রদায়ের মানুষজন এসেছিলেন। বিশাল ময়দান জুড়ে বসেছিল মেলা।