রঘুনাথপুর ২: মৌতড়ের জাগ্রত মাবড়কালীর পুজোতে ৭লক্ষেরও বেশি ভক্তসমাগমের দাবি উৎসব কমিটির সম্পাদকের,দ্বিতীয় দিনে উপচেপড়ল দর্শনার্থী
এবারের মৌতড়ের মা বড় কালীর পুজোয় ৭লক্ষের থেকেও বেশি মানুষের জমায়েত হয়েছিল বলে দাবি করলেন মৌতড় ষোল আনা উৎসব কমিটির সম্পাদক পার্থ সারথী ভট্টাচার্য । এবারে রাজ্যের বিভিন্ন প্রান্ত আসানসোল বর্ধমান, কলকাতার পাশাপাশি ভিন রাজ্য ঝাড়খন্ড বিহার ও উড়িষ্যা থেকেও প্রচুর দর্শনার্থীর সমাগম হয়েছিল এবার পুরুলিয়ার বিখ্যাত মৌতড়ের মা বড়কালীর মন্দিরে। মন্দির প্রাঙ্গণে ব্যাপক সংখ্যায় ভিড় সামালাতে হিমসিম খেতে হয় পুলিশ প্রশাসনকে।