চাঁচল ১: কৃষ্ণা নবমী তিথি থেকে শুরু হল পুজো, এখনো লণ্ঠনের আলোয় বিসর্জন দেবীর, সম্প্রীতির সুরে বাধা চাঁচল রাজবাড়ির পুজো
সতী ঘাটে ঘট ভরে আজ কৃষ্ণা নবমী তিথি থেকে শুরু হলো মালদহের চাঁচলের রাজ ঠাকুর বাড়ির সিংহ বাহিনীর পুজো। টানা ১৮ দিন ধরে চলবে এই পুজো। আজ থেকে প্রায় সাড়ে ৩০০ বছর আগে, একসময় যা রাজার পুজো ছিল এখন তা হয়ে উঠেছে স্থানীয়দের পুজো।