কাটোয়া কেডিআই স্কুলের মাঠে অনুষ্ঠিত পৌর সম্প্রীতি মেলার শেষ দিন মঙ্গলবার সন্ধ্যায় সংগীতের জাদুতে মেতে উঠল কাটোয়া শহর। মুম্বাই খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী কুনাল গাঞ্জাওয়ালার গানে মঞ্চ মাতালেন তিনি, আর তাঁর গান শুনতে হাজির হয়েছিলেন কয়েক হাজার দর্শক। শুক্রবার থেকে কাটোয়া পৌরসভার উদ্যোগে শুরু হওয়া এই পৌর সম্প্রীতি মেলায় প্রতিদিনই ছিল নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক কর্মকাণ্ড।