গতকাল কেতুগ্রামের আনখোনা অঞ্চলের চাকটা গ্রামে মর্মান্তিক পথ দুর্ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। শুক্রবার আনুমানিক সন্ধ্যা ৬টা নাগাদ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে তাঁদের সঙ্গে দেখা করলেন এলাকার বিধায়ক শেখ শাহনওয়াজ। শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সমবেদনা জানানোর পাশাপাশি সবরকম সহযোগিতার আশ্বাস দেন। তারপর আনখোনা বাসস্ট্যান্ডে স্থানীয় তৃণমূল নেতৃত্ববৃন্দ ও কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন বিধায়ক।