রামপুরহাট ২: অনন্তপুর কানাইপুর প্রিমিয়ার লিগের সূচনা, প্রথম ম্যাচে জমজমাট প্রতিদ্বন্দ্বিতা
রামপুরহাট ২ নম্বর ব্লকের অনন্তপুর মাঠে শুক্রবার শুরু হলো অনন্তপুর কানাইপুর প্রিমিয়ার লিগ। এদিন উদ্বোধনী ম্যাচে খেলোয়াড় ও দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রতিযোগিতার প্রথম দিনে মোট চারটি দল অংশগ্রহণ করে। মাঠ জুড়ে তৈরি হয় উৎসবের আবহ। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েকদিন ধরে চলবে একের পর এক রোমাঞ্চকর ম্যাচ, আর ফাইনালে বিজয়ী দলকে দেওয়া হবে বিশেষ পুরস্কার।