পুরুলিয়া ২: পুরুলিয়া মফস্বল থানার দুমদুমি এলাকার অনুষ্ঠানে টলিউড তারকা দেব কে দেখতে জনজোয়ার
সান্ধ্যকালের একটি বিশেষ অনুষ্ঠানে আজ পুরুলিয়াতে এলেন টলিউড তারকা দেব । আজ তিনি পুরুলিয়া দু নম্বর ব্লকের দুমদুমি এলাকায় একটি ইংরেজি মাধ্যম স্কুল প্রাঙ্গণে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন । তাকে চোখের সামনে দেখার জন্য দেবের ফ্যান কয়েক হাজার তরুণ তরুণী ছাড়াও দূর দূরান্তের বহু মানুষের ভিড় উপচে পড়ে অনুষ্ঠান স্থলে ।