পুরুলিয়া ২: রঘুনাথপুরে বধু খুনের ঘটনায় গ্রেফতার খুনি সাংবাদিক সম্মেলন করে বেলগুমায় জানালেন পুলিশ সুপার
রঘুনাথপুরের গৃহবধূ খুনের ঘটনায় গ্রেপ্তার খুনি। গুজরাট থেকে তাকে গ্রেফতার করে নিয়ে আসা হল। ধৃতকে নিয়ে আজ সাংবাদিক সম্মেলন করলেন পুলিশ সুপার পুরুলিয়ার বেলগুমা পুলিশ লাইনে। কি জানালেন পুলিশ সুপার।