খোয়াই: চাম্পাহাওরের মুড়া বাড়ি এলাকায় এক বাড়িতে তল্লাশি করে ৬০ বোতল বিলাতে মদ উদ্ধার করে পুলিশ
Khowai, Khowai | Sep 15, 2025 গোপন সংবাদের ব্যক্তিদের পোশাকের পুলিশ চাম্পাহাওর মুরাবাড়ি এলাকায় অমিত দেববর্মার বাড়িতে তল্লাশি চালিয়ে ৬০ বোতল বিলাতি মজ উদ্ধার করে। উদ্ধারকৃত মদ গুলি বাজেয়াপ্ত করে খোয়াই মহিলা থানায় নিয়ে আসে।