জয়পুর: তিন দিনের ধর্ম মহা সন্মেলন সমাপ্তি আনন্দনগরে
জয়পুর ব্লকের আনন্দনগরে আনন্দমার্গ ধর্ম মহাসম্মেলন সমাপ্তি হলো আজ সোমবার সকালে। আনন্দ মার্গের পক্ষ থেকে সোমবার রাতে জানানো হয় এই ধর্ম মহাসম্মেলনে দেশ এবং বিদেশ থেকে আনন্দমার্গের সন্ন্যাসী ও ভক্তরা উপস্থিত হয়েছিলেন।