নবদ্বীপ: ভর দুপুরে মুকুন্দপুর কলোনী এলাকায় ঘর ও শোকেস আলমারীর তালা ভেঙে দুঃসাহসিক চুরি,ঘটনার জেগে এলাকায় ছড়ালো তীব্র চাঞ্চল্য
Nabadwip, Nadia | Oct 24, 2025 চুরির ঘটনাটি ঘটেছে শুক্রবার ভর দুপুরে মুকুন্দপুর কলোনী এলাকায়,খবর পেয়ে চুরির বিষয়ে তদন্তে আসে পুলিশ,সূত্রের খবর মুকুন্দপুর কলোনীর বাসিন্দা পেশায় ভ্যান চালক প্রদীপ দেবনাথ কাজে বেরিয়ে যান,এদিন দুপুরে নীলিমা দেবী টিনের বাড়ির সদর দরজায় তালা দিয়ে প্রতিবেশী অসুস্থ এক ব্যক্তিকে দেখতে যান,কিছুক্ষন পর বাড়ি ফিরে এসে দেখেন ঘরের দরজা ও শোকেস আলমারির তালা ভেঙে দুটি করে সোনা দিয়ে বাঁধানো শাঁখা ও দুটি পলা,দুটি পলার আংটি এবং রুপোর আংটি নিয়ে পালিয়েছে দুষ্কৃতী।